পহেলা বৈশাখ :হ্যাপি বাংলা নববর্ষ ,মেয়েদের ছবি,স্ট্যাটাস.ইমেজেস & কোটস

পহেলা বৈশাখ বাংলা মাসের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস এবং বৈশাখ মাসের প্রথম দিন পহেলা বৈশাখ নামে পরিচিত। পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ সকলের আনন্দ উৎসবের দিন।শুধু আনন্দ-উচ্ছ্বাসে না সকল মানুষের জন্য কল্যাণ কামনার দিন এটি। প্রতিটি দেশে নববর্ষের দিন মানুষ প্রিয়জনের কল্যাণ কামনার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে।তাই আজকে আমার এই নিবন্ধে আমি, পহেলা বৈশাখে প্রিয়জনের কাছে শুভেচ্ছা বার্তা পাঠানোর এসএমএস সহ পহেলা বৈশাখের যাবতীয় খুঁটিনাটি তথ্য আলোচনা করব। পহেলা বৈশাখ সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য আমার এই নিবন্ধটি পুরো মনোযোগ সহকারে পড়ার অনুরোধ করা হলো।
পহেলা বৈশাখ
পহেলা বৈশাখের ইতিহাস বলতে গেলে সর্বপ্রথম বাংলা সনের ইতিহাস সম্পর্কে জানা দরকার।বাংলা সনের ইতিহাস এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি।তবে অধিকাংশ ঐতিহাসিক ও পান্ডিত্যের মনে করেন মোগল সম্রাট আকবর চন্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় সাধন করে ১৫৫৬ সাল বা ৯৯২ হিজরীতে বাংলা সন চালু করেন। আধুনিক গবেষকদের মধ্যে কেউ কেউ মনে করেন মহামতি আকবর সর্বভারতীয় যে ইলাহি সন প্রবর্তন করেছিলেন তার ভিত্তিতেই বাংলায় আকবরের কোন প্রতিনিধি বা মুসলমান সুলতান বা নবাব বাংলা সনের প্রবর্তন করেন। সেজন্যই একে সন বা সাল বলে উল্লেখ করা হয়। সন কথাটি আরবি আর সাল হলো ফারসি । এখনো সন সালেই ব্যাপকভাবে চালু। তবে বঙ্গাব্দ বলেও কেউ কেউ বলেন।
পহেলা বৈশাখ ২০২৪কবে
বসন্তের ছোঁয়া গায়ে লাগার সাথে সাথে পহেলা বৈশাখ আমাদের দরজায় এসে হাজির হয়েছে। বসন্তের কোকিল ডাকতে শুরু করার সাথে সাথে শুভ নববর্ষের বার্তা আমাদের কানে এসে পৌঁছেছে। আপনারা জানেন যে প্রতি বছর 14 এপ্রিল পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়। ইংরেজি এবং বাংলা ক্যালেন্ডারের সামঞ্জস্য থেকে ২০২৩ সালের বাংলা নববর্ষের প্রথম দিন ১৪ এপ্রিল, অনুষ্ঠিত হবে।
পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা
পহেলা বৈশাখ বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হয়।বাংলাদেশ পহেলা বৈশাখের দিন রমনার বটমূলে সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বছরের শান্তি কামনার জন্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন রকম প্রতিকৃতি তৈরি করে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক সহ সাধারন মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রায় যেসব প্রতিকৃতি তৈরি করা হয় সেগুলো মূলত সমসাময়িক ঘটনা।
হ্যাপি বাংলা নববর্ষ পিকচার ২০২৪
বাংলা নববর্ষের স্ট্যাটাস
1..একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে।
2..পান্তা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ…. নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো … ^~^~শুভ নভবর্ষ~^~^
3..নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচছা।…
4…ইচ্ছে গুলো আকাশ ছোল, ভাসলো মেঘের সারি খুশির ঝরে তেপান্তরে হৃদয় দিল পারি। মনের মাঝে সেতারা বাজে, খুশিতে মন সাজে নববর্ষ হোক রঙিন এই কামনাতে। “শুভ নববর্ষ”….
5..ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে শুভ নববর্ষ…
6..মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম শুভ নববর্ষ….
7..নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ…
বাংলা নববর্ষ ২০২৪ উদযাপন করার অধিকার প্রতিটি মানুষের তাই এই নববর্ষ অটুট থাকুক প্রত্যেকের জীবনে ।এই কামনাই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
আরো পড়ুন,